প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে বেকারকর্মীদের অবস্থান কর্মসূচী
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচী পালন করেছে বেকার যুবক-যুবতিরা।গতকাল (১৫ জানুয়ারি) রবিবার দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ অবস্থান কর্মসূচীতে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে কাজ করা দুই সহস্রাধিক বেকারকর্মী অংশ
নেয়।
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে কলেজ মোড় থেকে থানা মোড় এবং পোষ্ট অফিসের সামন থেকে কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দু’পাশে দাড়িয়ে তারা দুই ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রমজান আলী, সাধারণ সম্পাদক মো: মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান রাজুসহ অন্যান্যরা।
দরিদ্র পীড়িত এ জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের জোড় দাবি জানান বক্তারা।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো: আসাদুজ্জামান জানান, ন্যাশনাল সার্ভিসে কাজ করতে গিয়ে আমি সরকারী চাকুরীর বয়স হারিয়েছি।
সরকার যেগেতু ঘরে ঘরে চাকুরি দেয়া প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী আমি ভেবেছিলাম ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হবে। কিন্তু দুই বছর যখন শেষ হয়ে গেল তখন আমি আবারো বেকার হয়ে গেলাম। এ অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করে আসছি। আমি চাই ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হোক।
কুড়িগ্রাম জেলায় ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী প্রায় ৩৮ হাজার বেকার যুবক-যুবতির কর্মসংস্থান হয়। পরে সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বন্ধ করে দিলে এসব কর্মী বেকার হয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF