প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৩, ৩:৪০ অপরাহ্ণ
নীলফামারীতে দুই ভুয়া এনএসআই কর্মকর্তা কে আটক করল পুলিশ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে দুই ভুয়া এনএসআই কর্মকর্তা কে আটক করেছে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার ১২ ই জানুয়ারী দুপুর পৌনে তিনটার সময় কিশোরগঞ্জ খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।খাদ্যগুদাম কর্মকর্তা হুমায়ুন কবির জানান দুই ব্যক্তি প্রাইভেট কারে এসে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে আমার খাদ্য গুদামে প্রবেশ করে। এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে কথা বলে তদন্ত শুরু করে। পরে তারা দশ হাজার টাকা উৎকোচ হিসেবে দাবী করলে আমার মনে সন্দেহ হয়।
আমি তখন কৌশলে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করি। আটক কৃতরা হলেন সৈয়দপুরের নিউ বাবুপাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে শাহজাহান আলী,অপরজন কিশোরগঞ্জ দক্ষিণ সোনাখুলি গ্রামের কেতাব উদ্দিনের ছেলে আতাউর (ড্রাইভার)।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় বলেন এনএসআই কর্মকর্তা ভুয়া এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তা একটি মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ এসে দুই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF