এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন ইমন (২৬) নামের এক যুবক। তিনি তানোর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সিন্দুকাই মহল্লার বাসিন্দা। তার পিতা মৃত ইনছান আলী। নিজ বাড়ির শোয়ার ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের (৭ জানুয়ারি) শনিবার দিবাগত রাতে ইমন মাদকসেবনের জন্য তার নানার কাছে টাকা চান। কিন্তু তার নানা টাকা দিতে না চাইলে ইমন রাগান্বিত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন তার লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
পরে থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, নিহত ইমনের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF