আজ (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের মহিলা কলেজ মোড় পার হয়ে,,এদিকে বেনেয়ালি - সংলগ্ন বেনেয়ালি বাজারের আগে বালিখানা নামক.. স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনা ঘটে দুর্ঘটনায় ট্রাক দুটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ট্রাকে অবস্থানরত হেল্পার ও ড্রাইভারের স্থানীয় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য. নেয়া হয় ২'(দুই)'জনের ভিতর - ট্রাকের হেলপারের অবস্থা আশঙ্কাজনক । এদিকে দূর্ঘটনার জন্য বেনাপোল থেকে যশোর ও যশোর থেকে বেনাপোল উভয় দিকেই দীর্ঘ - যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে পথচারী যাত্রী ও স্থানীয় জনতা । হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি সরিয়ে রাস্তা পরিষ্কার ও যানজট নিরসনে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF