অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা মনে করি— বঙ্গবন্ধু তনয়া দেশরত্ম শেখ হাসিনাকে নির্বাচিত করা হচ্ছে স্বদেশ প্রেমের অংশ। লড়াই-সংগ্রামে শামিল থাকা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান থাকার শপথ।
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত র্যালির আগে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদের সামনে স্মার্ট বাংলাদেশের ধারণা নিয়ে এসেছেন। এ স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করার জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন ক্যাম্পাসে পরিণত হয় আজকে আমরা সেই শপথ নিচ্ছি। দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ যেন সমুন্নত থাকে সেই চেষ্টা আমাদের থাকবে।
সমাজের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, এদেশে এখনো জাতির জনক হত্যাকারী, শেখ হাসিনাকে যারা হত্যাচেষ্টা করেছেন, গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যা করেছে, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন আগামীদিনে যারাই এ দুর্নীতিবাজদের পুনর্বাসনের চেষ্টা করবে, খুনিদের রাজধানী প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদের দর্প আমরা চূর্ণ করে দেবো। বাংলার মাটি থেকে তাদের মূল উৎপাটন নিশ্চিত করবো।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.