বিনোদন ডেস্কঃ
বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসেন। তারা বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করেন। এখন বলিউডের অন্যতম আলোচিত জুটি তারা।
রণবীর-আলিয়া জুটির অনস্ক্রিন থেকে অফস্ক্রিন, রসায়ন নজরকাড়া। ঘনিষ্ঠ ব্যক্তি, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারেন রণবীর-আলিয়া। কীভাবে ‘গাঙ্গুবাঈ’ অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা? এবার সামনে এলো সেই অদেখা ছবি। যা ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি নেট দুনিয়ায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কেনিয়ার জঙ্গলের সামনে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। তার সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন রণবীর। সম্ভবত অভিনেতার হাতে রয়েছে বাগদানের আংটি। আর রোমান্টিক কায়দায় আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে চোখে পানি অভিনেত্রীর।
তিনি এক হাত দিয়ে মুখ ঢাকছেন। দুই তারকার এমন রোমান্টিক মুহূর্তের ছবি দেখে আপ্লুত তাদের অনুরাগীরা। বোঝাই যাচ্ছে, দুই তারকা যখন কেনিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন, তখন সেখানেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF