অনলাইন ডেস্ক,
রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. জয়নাল আবেদীন (৫০) নামের এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল (২৬ ডিসেম্বর) সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মুঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মেয়ের জামাই আব্দুর রহমান জানান, জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানা এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন। রাতে তার ভ্যানের পেছনে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢামেকে আনা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকী থানার চরবড়ুয়া গ্রামে। যাত্রাবাড়ীর কাজলার বিবির বাগিচা এলাকায় থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF