দেশে করোনা সংক্রমণ বাড়লেও যশোরের বেনাপোলে বাজার ও সড়কে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই মানুষের। অনেকে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন।
এমনই এককটি ঘটনায় বেনাপোল বাজারে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুখে মাস্ক না থাকায় তাদের কাছ থেকে ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ (০৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে বেনাপোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ মো. কামাল হোসেন ভূঁইয়া।
এদিকে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন বেনাপোল বাজার এলাকায় ১০০ জনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন। এছাড়া বাজার এলাকায় মাস্ক পরিধান করে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাবেচা করতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, সবাই যেন মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF