যশোরের ঝিকরগাছায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। আজ (১৭ ডিসেম্বর) শনিবার বেলা ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন যশোরের সাংবাদিক জগতের পথিকৃৎ শাহাদাত হোসেন কাবিল। বাকীরা হলেন সিনিয়র সাংবাদিক কালের কন্ঠের ইলিয়াস উদ্দীন, চ্যানেল এস এর ইসমাইল হোসেন এবং শ্যামবাজার পত্রিকার আব্দুল জলিল।
দৈনিক খবরের আলোর সাংবাদিক আশরাফুজ্জামান বাবুকে সভাপতি, দৈনিক সত্যপাঠের সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে সাধারণ সম্পাদক এবং গ্রামের কন্ঠের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলো মহাসীন আলম, সিনিয়র সহ সভাপতি, তরিকুল ইসলাম তারিক, সাগর হোসাইন এবং রায়হান সোবহান সহ সভাপতি, হাসান খান, শাহাবুদ্দিন মোড়ল এবং জাফর ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক, সুজন মাহমুদ প্রচার সম্পাদক, আজাদ হোসেন দপ্তর সম্পাদক, মাসুম বিল্লাহ অর্থ বিষয়ক সম্পাদক, মিজানুর রহমান তথ্য বিষয়ক সম্পাদক, আশিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক, মিঠুন সরকার সহ প্রচার সম্পাদক, সুমন হোসেন সহ দপ্তর সম্পাদক, রাজিব হোসেন সহ তথ্য বিষয়ক সম্পাদক।
এছাড়া সদস্য পদে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম, আবিদুর রহমান, সেলিম হোসেন রনি, সাদ্দাম হোসেন, আব্দুল জব্বার (পারবাজার), সম্রাট টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন (নির্বাসখোলা) নাহিদ হাসান উজ্জ্বল, শাওন হোসেন, নয়ন হোসেন। কমিটি গঠন অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.