গতকাল (৫ নভেম্বর) সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের পরই দলটির কোচ পাওলো বেনতো জানিয়ে দিয়েছেন, তিনি আর দায়িত্বে থাকছেন না।
৫৩ বছর বয়সী পর্তুগিজ এই কোচ পদত্যাগের বিষয়ে বলেন, ‘আমার এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কোরিয়া দলের কোচ হিসেবে আর থাকছি না। আমি বিরতি নেব, তারপর দেখি কী হয়।’
কোরিয়ার কোচ জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের কারণে নয়, সিদ্ধান্তটা তিনি আগেই নিয়ে রেখেছিলেন। তিনি বলেন, ‘সিদ্ধান্তটা নেই গত সেপ্টেম্বরে। আমি তাতে অটল ছিলাম, আজ নিশ্চিত করলাম। আমি তাদের (দলকে) ধন্যবাদ জানাতে চাই এবং তাদের ম্যানেজার হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত।’
২০১৮ সালে বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পান বেনতো। তার কোচিংয়েই ২০১০ সালের পর প্রথমবারের মতো এবার নকআউট রাউন্ডে উঠেছিল কোরিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে দলটি হারিয়েছিল পর্তুগালকে।
ব্রাজিলের সঙ্গে বড় ব্যবধানে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত বেনতো। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপে এবং গত চার বছরে আমরা যেমন খেলেছি, তা নিয়ে গর্বিত হতে পারি। গ্রুপপর্বে তো আমরা খুবই ভালো খেলেছি।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.