যশোরের মণিরামপুরে অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার মকমতলা খানপুর থেকে তাকে গ্রেপ্তার করেন মণিরামপুর থানা পুলিশ।গ্রেফতার মোঃ জামাল উদ্দিন মণিরামপুর উপজেলার মকমতলা খানপুর গ্রামের সাহেব আলী সরদারের ছেলে। তিনি যৌতুক মামলায় ১বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতার মোঃ জামাল উদ্দিন কে ০৭/০৯/২২ তারিখে যৌতুক মামলায় ১বছরের সশ্রম কারাদÐ ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদÐ দেন আদালত। তারপর থেকে সেই সাজার ভয়ে পালিয়ে ছিলেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান , মোঃ জামাল উদ্দিন সোমবার বিকালে গোপনে বাড়িতে আসেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই মুঠোফোন নম্বরের সূত্র ও পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে মকমতলা খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার কার হয়। গ্রেফতার করেন থানার উপপরিদর্শক মলায় বসু ও সহকারী উপপরিদর্শক শ্যামল সরকার। এরপর মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.