প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২২, ১০:১২ অপরাহ্ণ
দেলদুয়ারে অটোরিকশা চালক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২১ নভেম্বর) সোমবার সকালে দেলদুয়ার কলেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাকিল মিয়া উপজেলার বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। শাকিল মিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।পরিবার সূত্রে জানা যায়, রবিবার ২০ নভেম্বর রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে সোমবার সকালে স্থানীয়রা দেলদুয়ার কলেজের পেছনে শাকিলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, শাকিল মিয়া স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণির শিক্ষার্থী। মাঝে মধ্যে সে অটোরিকশা চালাতেন।ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.