প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
যশোর ট্রাফিক পুলিশের অভিযানে কাগজপত্রবিহীন ৩৭ টি মোটরসাইকেল জব্দ

যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৩৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ (১৯ নভেম্বর) শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎ কুমারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) নাসিরুল, সহ কনস্টেবল রবীন্দ্রনাথ এই অভিযানে অংশ নেয়।
মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎ কুমার বলেন, হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান অব্যহত রেখেছি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.