শেষ মঞ্চে দাঁড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার নিষ্পত্তি হবে টুর্নামেন্টের এবারের আসরের। শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। পরের দুইবার ফাইনালে উঠেও বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। এবার তিন দলের টুর্নামেন্ট বলে নেই ফাইনাল। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। শুক্রবার সেই শেষ ম্যাচ।
দুই দলের প্রথম সাক্ষাতে নেপাল জিতেছিল ১-০ গোলে। যে কারণে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেপালিরা আছে একটু সুবিধাজনক অবস্থানে। তারা ম্যাচ না হারলেই চ্যাম্পিয়ন। কারণ তাদের পয়েন্ট ৯, বাংলাদেশের ৬। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে জিততেই হবে।
এই প্রথম শিরোপার লড়াইয়ে নেপাল। প্রথম লেগে বাংলাদেশকে হারিয়ে দেশটির শিরোপার দাবিদারও। চ্যাম্পিয়ন হলে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা যাবে নেপালের ঘরে। বাংলাদেশ জিতলে দ্বিতীয়বার।
প্রথম ম্যাচে নেপালের জেতা মানেই যে তারা টপ ফেবারিট তা নয়। কারণ, ওই ম্যাচে নেপাল শেষ দিকে একটা সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে বাজিমাত করেছিল। বাংলাদেশ অন্তত ৬টি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি। মিসের খেসারত স্বাগতিকরা দিয়েছে ম্যাচ হেরে।
এই ম্যাচে কেমন করবে বাংলাদেশ? প্রশ্নটা করা হয়েছিল নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে। তিনি প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে সুযোগ কাজে লাগাতে না পারা এবং কিছু ভুলকে দায়ী করেছেন।
কোচ বলেছেন, ‘ওই ম্যাচ আমরাই ডমিনেট করেছি। অনেক সুযোগ পেয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালোভাবেই ছিলাম ম্যাচে। কিন্তু কিছু ভুলত্রুটি ও সুযোগ কাজে না লাগাতে পারাটা আমাদের জন্য কাল হয়েছে। আশা করি, এই ম্যাচে সেটা হবে না। আমরা ওই ভুলগুলো নিয়ে কাজ করেছি। ওই ম্যাচে সুযোগ এসেছিল, এই ম্যাচেও আসবে। আমাদের সেটা কাজে লাগাতে হবে। ভালো খেলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমাদেও মেয়েরা মাঠে নামবে।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF