দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর মাত্র দিন কয়েক। এরপরই বেজে উঠবে ফিফা বিশ্বকাপের জমকালো দামামা। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন ব্রাজিলিয়ান সেনশেসন নেইমার জুনিয়র। পিএসজির হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের ছাপ রাখছেন এই তারকা ফুটবলার। প্রতিপক্ষের জন্য হয়ে উঠছেন আরও ভয়ঙ্কর।
গতকাল (৭ নভেম্বর) রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নিজে গোলার করার পাশাপাশি করিয়েছেনও নেইমার। আর তাতেই লরিয়েন্তকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
এদিন ম্যাচের মাত্র নবম মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে করা তেরেম মোফির গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে ম্যাচের ৮১ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বলে হেডে গোল করে পিএসজির দর্শকদের উল্লাসে ভাসান দানিলো।মৌসুমে আসরের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স আর চারে থাকা লরিয়েন্তর পয়েন্ট ২৭।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF