কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ডের অভিযানে বালুভর্তি ২ টি ড্যাম্পার গাড়ীসহ ২ জনকে আটক করা হয়েছে। ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার চরম্বা ইউনিয়নের বাইয়ার পাড়া হাংগর খাল সংলগ্ন লক্ষ্মীরজোরা ছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন চরম্বা জুটপুকুরপাড় এলাকার আব্দুল মোনাফের ছেলে মোঃ রিদুয়ানুল হক ( ১৯) ও চরম্বা জান মুহাম্মদ সিকদার পাড়ার ছাবের আহমদের পুত্র জাকির হোসেন ( ২৬)।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ শাহজাহান বলেন চরম্বা হাংগর খাল সংলগ্ন লক্ষ্মীরজোরা ছড়া থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছিল স্থানীয় একটি সিন্ডিকেট। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বালুভর্তি ২ টি ড্যাম্পার গাড়ীসহ ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় আটককৃতদের ৬০ হাজার টাকা অর্থদণ্ড ও প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও পরবর্তীতে এ ধরণের অপরাধ আর করবে না মর্মে অংগীকার নামাও নেয়া হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF