রাশিয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (৪ নভেম্বর) দেশটির কোস্ত্রোমা শহরে এ ঘটনা ঘটে।কোস্ত্রোমা হলো ভোলগা নদীর তীরে এবং মস্কো থেকে ৩০০ কিমি (১৯০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত একটি শহর। এই শহরটিতে ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পলিগনে। একটি বহুমুখী বিনোদন কেন্দ্র এটি। একটি ক্যাফে, নাইটক্লাব এবং বার হিসাবে ব্যবহৃত হয় এই কেন্দ্রটি।বিচার বিভাগীয় তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের তথ্য এখন স্পষ্ট হচ্ছে। তবে কতজন আহত হয়েছে তা জানানো হয়নি।
আঞ্চলিক গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে এ ঘটনা ঘটে। সেখানে আহত হয়েছেন ৫ জন বলেও জানান তিনি।আগুন লাগার ঘটনা এবং উদ্ধার কাজের একটি ভিডিও প্রকাশ করেছে তদন্তকারী টিম।
তাস নিউজ এজেন্সি তদন্তকারীদের উদ্ধৃত করে বলেছে একজন ব্যক্তি ভিতরে একটি ফ্লেয়ার বন্দুক দিয়ে গুলি করার পরে আগুনের সূত্রপাত হতে পারে।তদন্তকারীরা জানিয়েছেন, ফৌজদারি মামলা হবে এ ঘটনায়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF