দেশের মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা আমাদের নিজেদের নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ নভেম্বর) সকালে বিসিএস প্রশাসন একাডেমির ১২৪, ১২৫, ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের যুদ্ধ ও স্যাংশানের (নিশেধাজ্ঞা) কারণে আমাদের যথেষ্ট সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। সে জন্য সবাইকে কৃচ্ছ্রসাধন করতে হবে।
তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি করা এখনকার যুগে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একদিকে কোভিড-১৯ মহামারির অভিঘাত, সেই সঙ্গে এসেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তার সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা। যার ফলে আমদানি করা প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে।
শেখ হাসিনা বলেন, এটা শুধু বাংলাদেশ না, উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ডসহ প্রত্যেকটা দেশ এখন অর্থনৈতিক মন্দার কবলে। বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, খাদ্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে, সেখানে সব জায়গায় রেশনিং দেওয়া।
এ পরিস্থিতিতে পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, আমি বহু আগে থেকে বলছি, এক ইঞ্চি জমি যেন খালি না থাকে। কারণ, আমাদের খাদ্য আমাদের উৎপাদন করতে হবে। দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা, পুষ্টির নিরাপত্তা আমাদের নিজেদের নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অত্যন্ত কঠিন একটা সময় আমাদের পার করতে হচ্ছে। কাজেই নিজেরা যদি দাঁড়াতে পারি, সেটা হবে আমাদের জন্য সব থেকে ভালো।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবায় আপনাদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। অতীতে আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF