সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জস বাটলার ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। ব্রিসবেনে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। জয়ের জন্য নিউজিলেন্ডের প্রয়োজন ১৮০ রান।
এদিকে, এই ম্যাচে জয় পেলেই সেমির টিকিট নিশ্চিত করে ফেলবে একদল। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জস বাটলার। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে প্রায় ৮০ রান যোগ করে নাটলার ও অ্যালেক্স হেলস জুটি।
১১তম ওভারে হেলসকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মিচেল স্যান্টনার। এই ব্যাটার ফেরেন ৫২ রানে। একটু পরই ফেরেন ৫ রান করা মঈন আলী। লিয়াম লিভিংস্টোন এদিন ২০ রানের বেশি করতে পারেননি। হ্যারি ব্রুক করেন ৭ রান।
একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাটলার। শেষদিকে রান আউট হওয়ার আগে তিনি খেলেন ৭২ রানের এক দুর্দান্ত ইনিংস।
শেষদিকে বেন স্টোকসের ৮ ও স্যাম কারানের অপরাজিত ৬ রানের ক্যামিওতে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন দুটি এবং টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.