আফগানিস্তানের বিশেষ ফোর্সের সেনাসদস্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রশিক্ষণ নিয়ে তাদের সঙ্গে থেকে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া।
রাশিয়ানরা হাজার হাজার সাবেক অভিজাত আফগান কমান্ডোকে একটি ‘বিদেশি সৈন্যদল’-এ আকৃষ্ট করতে চায়। তাদের মাসিক বেতন দেয়া হবে ১ হাজার ৫০০ ডলার।
এপি
জানা গেছে, গত বছর আফগানিস্তান ছেড়েছে মার্কিন বাহিনী। এরপরেই তালেবানদের ভয়ে দেশটিতে মার্কিনিদের সঙ্গে কাজ করা আফগানি যোদ্ধারা ইরানে পালিয়ে যায়। এখন ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ান সেনাবাহিনী নিয়োগ করছে তাদের।
মঙ্গলবার (১ নভেম্বর) এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব জানা গেছে। ৩ জন সাবেক আফগান জেনারেল বারাতে এপি নিউজ জানিয়েছে, রাশিয়ানরা হাজার হাজার সাবেক অভিজাত আফগান কমান্ডোকে একটি ‘বিদেশি সৈন্যদল’-এ আকৃষ্ট করতে চায়। তাদের মাসিক বেতন দেয়া হবে ১ হাজার ৫০০ ডলার।
তাদের নিজেদের ও পরিবারের একটি নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যাতে তারা নির্বাসন এড়াতে পারে। কারণ অনেকেরই ধারণা তালেবানদের হাতে তাদের মৃত্যু হতে পারে।
‘রাশিয়ার প্রস্তাব গ্রহণে তালেবানরা আমাদের হুমকি দিয়েছে। এর জেরে আমার ভাই রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেছে। তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না।
এক আফগান কমান্ডোর ভাই
জেনারেল আব্দুল রওফ আরগান্দিওয়াল বলেছেন, তারা যুদ্ধে যেতে চায় না, তবে তাদের কোনও বিকল্প নেই। ইরানের ডজনেরও বেশি কমান্ডো যাদের সঙ্গে তিনি দীর্ঘ দিন কাজ করেন তারা বার্তা পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, ‘তারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে, আমাকে সমাধান দিন? আমি এখন কি করবো? যদি আমরা আফগানিস্তানে ফিরে যাই? তালেবান আমাদের মেরে ফেলবে’।
আরগান্দিওয়াল বলেছেন, নিয়োগের নেতৃত্বে রয়েছে রাশিয়ান ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। ইরানে অবস্থান করা এক আফগান কমান্ডোর ভাই বলেন, ‘রাশিয়ার প্রস্তাব গ্রহণে তালেবানরা আমাদের হুমকি দিয়েছে। এর জেরে আমার ভাই রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেছে। তার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। ’
তিনি আরও বলেন, ‘কাবুলের পতনের পর ভাইকে নিয়ে বিভিন্ন আত্মীয়ের বাসায় তিন মাস লুকিয়ে ছিলাম। এ সময়ে তালেবানরা আমাদের বাড়িতে কয়েকবার হানা দেয়। ’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF