রাজশাহীতে বেকারি মালিকদের ভোক্তা অধিকার বিরোধী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
রোববার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানানো হয়। এছাড়াও ভোক্তা অধিদপ্তরকে তাদের অভিযান অব্যাহত রাখার দাবিও জানান তারা। মানববন্ধনে রাবি কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ'র সভাপতি তৌহিদুর নুর বলেন, 'গত ২৭ অক্টোবর বেকারি মালিক সমিতি ভোক্তা অধিকারের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করে।
মানবসেবায় কাজ করা সংগঠনটির বিরুদ্ধে এটি এক ধরনের অপতৎপরতা। বেকারি মালিকদের প্রতিবাদ জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে। আমরা এই অপতৎপরতার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকারের কাছে আমরা অনুরোধ রাখবো তারা তাদের অভিযান আরও জোড়ালো হয় এবং তাদের অভিযান যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌছায়। বেকারি মালিকদের দাবি ভোক্তা অধিকার সমন্বয়হীন অভিযান পরিচালনা করে কিন্তু বেকারি মালিকদের মধ্যেই সমন্বয় নেই।
কর্মসূচিটি সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF