চলচ্চিত্র পাড়ায় প্রেমের সম্পর্কে জড়ানো একেবারে নতুন কিছু নয়। একসঙ্গে কাজ, পরে প্রেম। এরপরই প্রেম থেকে বিয়ে। এরকম বহু ঘটনা রয়েছে। সম্প্রতি এমনি এক গুঞ্জন শোনা যাচ্ছে দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শু ও মিস বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঘিরে।
তুমি আমার কাপিকেক। ইউ আর দ্য অ্যাপেল অব মাই আই। জান্নাতুল ফেরদৌস ঐশী
মূলত গুঞ্জনের শুরুটা হয়েছে সামাজিকমাধ্যমে ঐশীর একটি পোস্ট করা দুইটি ছবিকে কেন্দ্র করে। যেখানে আরিফিন শুভর সঙ্গে দেখা গেছে তাকে। ছবিতে দেখা যাচ্ছে শুভকে জড়িয়ে ধরে আছেন ঐশী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার কাপিকেক। ইউ আর দ্য অ্যাপেল অব মাই আই’ অর্থাৎ তুমি আমার চোখের মণি বা যাকে বলে অতি প্রিয় কোনো মানুষ।
ঐশীর এই ক্যাপশন দেখেই সামাজিকমাধ্যমে নেটজনতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করছেন তাহলে আরিফিন শুভর সঙ্গে প্রেম করছেন ঐশী। যার ফলেই হুট করে এই ক্যাপশন দিয়ে দুটি ছবি পোস্ট করলেন তিনি।
যদিও এ বিষয়ে এই দুই তারকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ছবিতে ভক্তরা নানা ধরণের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েই যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.