শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই প্রতিপাদ্য সামনে নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।গতকাল (২৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষ সমিতির সৌজন্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পৃথক পৃথকভাবে র্যালী বের করে।
র্যালীটি সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ হতে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি শেষ হয়। র্যালী শেষে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে কলেজ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।সভায় তার বক্তব্যে বলেছেন, শিক্ষকরাই গড়ে তোলেন একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। শিক্ষকরাই প্রজন্মের পর প্রজন্মকে উন্নত করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম ও মহান ত্যাগ স্বীকার করেন।
একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষকদের হাতে তুলে দিয়ে নির্ভার থাকেন, নিশ্চিন্ত থাকেন। তিনি হয়তো টাকা খরচ করতে পারেন, কিন্তু তার সন্তানকে মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন আমাদের মহান শিক্ষকরা। আজ শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষকের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
তিনি তাঁর বক্তব্যে সম্মানিত শিক্ষকগণকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন ও আন্তরিক হওয়ার অনুরোধ জানান। লোহাগাড়া উপজেলার সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে নিবেদিত হয়ে কাজ করারও অনুরোধ জানান তিনি।
আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরী।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF