প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম
![](https://bdprotidinkhabor.com/wp-content/uploads/2022/10/received_1170405790540709.jpeg)
দীর্ঘ দুই যুগ পরে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ৭ই অক্টোবর'২২ শুক্রবার নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল উপজেলা বিএনপির সম্মেলন।এই সম্মেলনের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন হাবিবুর রহমান হবি। পরবর্তীতে ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর জেলা বিএনপি অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি শেষ করার জন্য নির্দেশনা দিয়ে যান।তাদের এই নির্দেশনায় অতি অল্প সময়ের মধ্যেই নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করে অনুমোদন করিয়েছেন।
এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন তরুণ প্রজন্মের আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর সরকারি কলেজ শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, সদ্য বিলুপ্ত নাগরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উদীয়মান তরুণ শিক্ষক নেতা মো: গোলাম মোস্তফা গোলাম, এম.এস.এস-রাষ্ট্রবিজ্ঞান।
তিনি একাধারে একজন তরুণ শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন।কমিটি অনুমোদনের পর মো: গোলাম মোস্তফা গোলাম এর সাথে গণমাধ্যমের কথা হয়।তিনি গণমাধ্যমকে জানান- আমাকে নাগরপুর উপজেলা বিএনপিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত কড়ায় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া প্রকাশ করছি।
সেই সাথে দেশমাতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, নাগরপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং যেখানে যে অবস্থায় আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
আর আজকে যাকে স্মরণ না করলেই নয় আমাদের শ্রদ্ধাভাজন নেতা সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক স্বর্গীয় এডভোকেট গৌতম চক্রবর্তী মহোদয় কে, যিনি আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক নানা পরামর্শ দিয়েছেন।
যার জন্য আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আমি শ্রদ্ধাভাজন নেতা স্বগীয় গৌতম চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করছি।সেই সাথে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি- সকল দিধাদ্বন্দ্ব ভুলে সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দল এবং দেশের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF