চট্টগ্রাম লোহাগাড়ায় রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙে মালামাল লোটের বিস্তর অভিযোগ পাওয়া গেছে।গত (১৮ অক্টোবর) মঙ্গলবার দিবাগত গভীর রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন বার আউলিয়া বিশ্বিবদ্যালয় কলেজের সামনে অদুদ বিল্ডিংয়ে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে বিল্ডিংয়ের মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে পাশ্ববর্তী বিল্ডিং ইলিয়াস ভবনের মালিক ইলিয়াস ও শাহ আলম সর্বপিতা আব্দুল মজিদ সহ অজ্ঞাত ৩/৪জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত সময়ে সীমানার রেলিং কেটে মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা।
সকালে বিষয়টি বিল্ডিংয়ের সিসি ক্যামেরায় দেখতে পেয়ে প্রতিপক্ষের কাছে জিজ্ঞেস করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করেন এবং মারধর করার উদ্যোশ্যে এগিয়ে আসেন।
পরে ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের মালিক ঝগড়াঝাটিতে না জড়িয়ে স্থানীয় সংবাদ কর্মীদের বিষয়টি অবগত করে থানায় লিখিত অভিযোগটি করেন।এ ব্যাপারে অভিযুক্ত ইলিয়াসের সাথে কথা হলে তিনি জানান, আমি এই ঘটনার সাথে জড়িত নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।লিখিত অভিযোগে আরো জানা যায়, এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লোহাগাড়ায় একটি লিখিত অভিযোগ দায়ের করা আছে
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF