জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে টিনশড ঘর ভেঙে খোরশেদ আলম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (১৪ অক্টোবর) শুক্রবার বিকেলে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত খোরশেদ আলম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। এ সময় স্টেডিয়ামের পাশের একটি টিনশেড ঘরের চালার ওপর উঠে খেলা দেখছিলেন অনেক দর্শক। হঠাৎ টিনশেড ভেঙে পড়ে অন্তত ১০ জন আহত হন। তাদের পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলমের মৃত্যু হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF