প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে রেলপথ অবরোধ করে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং থাকায় প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির ঘটনা। এসব দুর্ঘটনা থেকে রক্ষায় আজ (৮ অক্টোবর) শনিবার বিকালে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া এলাকায় রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী।
মানববন্ধন চলাকালীন ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেন ২০ মিনিট আটকে রাখেন উপজেলার নরদহি, ভাওয়াল, আনালিয়াবাড়ি, বিলছাইয়া, হাতিয়াসহ কয়েকটি গ্রামের লোকজন। মানববন্ধন অংশ নেন হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকেই হাতিয়া রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক মানুষ মারা গেছে। তারপরও এই অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। যদি দাবি দ্রুত বাস্তবায়ন না হয় তাহলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মো. হুমায়ন ও বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, স্থানীয়রা আজ দুপুরে গেটম্যানের দাবিতে মানববন্ধন করে।
এসময় কিছুক্ষণ রেলপথ অবরোধ করে তারা। তবে এতে অন্যান্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং জনস্বার্থে ওই এলাকায় দ্রুত সময়ের মধ্যে যেন গেটম্যান নিয়োগ দেওয়া হয় সে বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF