চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম মজিদার পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল (৩ সেপ্টেম্বর) রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
দন্ডপ্রাপ্তের নাম মুুহাম্মদ আবদুল কুদ্দুস কোম্পানী(৩৪)। সে চরম্বা মজিদের পাড়া এলাকার মৃত আবদুল আলমের পুত্র।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, কুদ্দুস কোম্পানীর বিরুদ্ধে কিছুদিন ধরে অনেক অভিযোগ পেয়েছি।
গত (২ সেপ্টেম্বর) রাতের আঁধারে চরম্বা মজিদের পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটছিল।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যায়।তাদের কাছে পাহাড় কাটার কোন অনুমতি নেই।ঘটনাস্থল থেকে স্কেভেটার জব্দ করি।রাতের আঁধারে অবৈধ পাহাড় কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুদ্দুস কোম্পানীকে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।অভিযানকালে চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন,লোহাগাড়া থানা পুলিশের টিম,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.