মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রীতম দাশ নামের এক যুবক ইসলাম ধর্ম অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটূক্তিমূলক পোস্ট দেয়। বিষয়টি নজরে আসলে শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষুব্ধ হয়ে ধর্ম অবমাননাকারী প্রিতম দাশের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
আজ (৩১ আগস্ট) বুধবার বিকেল সাড়ে ৫টায় কলেজ রোড জামে মসজিদ এর সামনে থেকে ধর্মপ্রাণ মুসলিম জনতার আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে চৌমুহনীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাও: আকলিছুর রহমান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাও: এম এ রহীম নোমানী, মাও: রাশেদ আলী, ডা: এম এ আজিজ, আবু মুসা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ইসলাম ধর্ম অবমাননাকারী প্রীতম দাশ কে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলামের জুম্মার নামাজ, মুসল্লি, আযান ও ইমামদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুটুক্তিমূলক পোস্ট দিয়ে শান্তির ধর্ম ইসলামকে অবমাননা করেছে প্রীতম দাশ। এটা কোনো মুসলমান মেনে নিবেনা।
প্রীতম দাশকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, শুক্রবার জুম্মার নামাজের আগে যদি প্রীতম দাশকে গ্রেফতার না করা হয় তাহলে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ডেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, জনৈক প্রীতম দাশের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি- এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আইনগত পদক্ষেপ নেয়া হবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজি মাহমুদ মিঠুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানিমূলক বক্তব্য প্রচার করে কেউ আইন শৃংখলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF