প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে দোকান ফিরে পেতে ব্যবসায়ীদের মানবববন্ধন

টাঙ্গাইল শহরের সমবায় মার্কেটে দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাবেক ব্যবসায়ীরা।আজ (২৭ আগস্ট) শনিবার দুপুরে সমবায় মার্কেটের সভাপতি কুদরত ই এলাহী খানের দুর্নীতির অভিযোগ এনে ও দোকান ফিরে পেতে নির্মাণাধীন মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মার্কেটের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, দেলোয়ার হোসেন চৌধুরী, নার্গিস আকতার, গোলাম মোহাম্মদ খান প্রমুখ।
বক্তারা বলেন, কুদরত-ই-এলাহি দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হয়েছে। তারপর অধিক লাভের আশায় পুরাতন ভবণ ভেঙে নতুন ভবণ করে সাবেক ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুনদের কাছ থেকে বেশি টাকা নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছে। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হলেও রায় আমাদের পক্ষে রয়েছে। তারপরও স্বঘোষিত কুদরত ই এলাহী খান নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। দোকান ফেরতের দাবি জানান ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.