টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দাঁড় করানো কঠিন। এই সংস্করণের উপযোগী ক্রিকেটার খুব বেশি নেই। একাদশ সাজানো কঠিন ভারতের টিম ম্যানেজমেন্টের জন্যও। তবে তাদের সমস্যাটি মধুর। কাকে রেখে কাকে বাদ দেবে! শক্তির এই গভীরতার কারণেই এবারের এশিয়া কাপে রোহিত শর্মার দলকে ফেবারিট বলছেন বাংলাদেশের টেকনিক্যাল কানসালটেন্ট ও সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম।
শ্রীরাম নিজে ভারতের হয়ে খেলেছেন স্রেফ ৮টি ওয়ানডে ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে যদিও তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ৩২টি সেঞ্চুরিতে সাড়ে ৯ হাজার রান করেছেন ৫২.৯৯ গড়ে। সঙ্গে উইকেট ৮৫টি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৪ হাজারের বেশি রানের সঙ্গে আছে ১১৫ উইকেট। তবে জাতীয় দলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি কিংবা পাননি পর্যাপ্ত সুযোগ। সেই শ্রীরাম কোচ হিসেবে আলাদা জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটে।
আইপিএলে তার প্রবল চাহিদা। কয়েকটি দলে কাজ করেছেন তিনি, করে চলেছেন এখনও। কোচ হিসেবে তার উপযোগীতা আছে বলেই ভারতীয় হওয়ার পরও অস্ট্রেলিয়া জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ৬ বছর ধরে।
সব মিলিয়ে কোচ হিসেবে যেমন নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তেমনি ভারতীয় ক্রিকেটের ভেতর-বাহির, এই দলের ক্রিকেটারদের শক্তির জায়গা, সবই তিনি জানেন। এশিয়া কাপ শুরুর আগে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট সরাসরিই বলে দিলেন, ট্রফির সবচেয়ে বড় দাবিদার ভারতীয় দলই।
“ভারত অবশ্যই ফেবারিট হিসেবে শুরু করছে, তাই না? তারা ফেবারিট তাদের শক্তির গভীরতার কারণে। (ভারতীয় দল নিয়ে) গতকাল স্টার স্পোর্টসে আমি বলেছি, ‘একাদশ বাছাইয়ের ক্ষেত্রে শুভ কামনা!’ কারণ, এত বেশি মানসম্পন্ন ক্রিকেটার তাদের দলে। কাজেই সব প্রতিপক্ষের জন্যই ভারত হবে বিরাট এক চ্যালেঞ্জ।”
এশিয়া কাপের সফলতম দল ভারত, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। গত আসরের ফাইনালে তারা হারায় বাংলাদেশকে। সেটি অবশ্য ছিল ওয়ানডে সংস্করণে। টি-টোয়েন্টিতে এশিয়া কাপ হয়েছে একবারই। সেটিতেও ২০১৬ সালে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতই। সূত্রঃ বিডি নিউজ ২৪
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.