এশিয়ার সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডের দুর্দিন চলছেই। বড় বড় অভিনেতাদের সিনেমাও মুখ থুবড়ে পড়ছে বক্সঅফিসে। সম্প্রতি আমির খান অভিনীত নতুন সিনেমা 'লাল সিং চাড্ডা' বলি ইতিহাসের অন্যতম ফ্লপের তকমা পেতে চলেছে।
ইন্ডাস্ট্রির এমন দুঃসময়ে বলিউডের ৩ খানকে অবসরের নির্দেশ দিয়েছেন ভারতের ক্ষুদে আর্টিস্ট এবং সমালোচিত ব্যক্তিত্ব কামাল আর খান। তিনি মনে করেন, তিন খানের কোনো খানকেই নায়কের ভূমিকায় দেখতে চায় না ভারতের সিনেমাপ্রেমীরা। তাই তাদের দ্রুত অবসরের নির্দেশ দেন ক্যারিয়ারে একটি সিনেমায় সুযোগ পাওয়া কামাল। নিজের টুইটার একাউন্টে তিনি লেখেন, 'খান ভক্তদের বলছি, আমির, সালমান বা শাহরুখের ছবি আর হিট হবে না। খানরা বুড়ো হয়েছেন, কিছুটা জবুথবুও। ভালো চিত্রনাট্য বা খারাপ চিত্রনাট্য বিষয় নয়। তারা এখনই অবসর নিক। তারা অবসর নিলেই বলিউড ঘুরে দাঁড়াবে।' প্রসঙ্গত, কামাল আর খান বেশ কয়েকবছর ধরেই টুইটারে বলিউডের বড় অভিনেতাদের বিরোধিতা করে আসছেন। নিজের ক্যারিয়ারে একটি সিনেমায় সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেটি একেবারেই না চলায় নতুন কোনো সিনেমায় সুযোগ মেলেনি তার।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF