আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না রাসেল ডমিঙ্গো। শুধু এশিয়া কাপ নয়, মূলত টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই বাদ পড়ছেন এই আফ্রিকান। সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এসময় তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে প্রধান কোচ ছাড়াই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে টাইগাররা। আসন্ন এশিয়া কাপে দলের দায়িত্বে থাকবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এছাড়াও সদ্য দলের সাথে যুক্ত হওয়া ভারতীয় সাবেক ক্রিকেটার শ্রীরামকে উক্ত টুর্নামেন্টে দলের পরামর্শক হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF