প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ
শুভ জন্মাষ্টমী উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের শুভেচ্ছা
সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে জন্মাষ্টমী পালন করবে।জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখা।
বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কার সর্বপ্রথম তিন তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, অনলবর্ষী বক্তা, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে জননেতা মোঃ কুদরত আলী বলেন, "দ্বাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।আমি এই জন্মাষ্টমীর শুভ অনুষ্ঠানে বিশেষ করে আমার নাগরপুরের সকল হিন্দু সম্প্রদায় তথা বাংলাদেশের সমগ্র হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।
জন্মাষ্টমীর শুভ বার্তা আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এবং প্রশান্তির ঘনঘটা।"
এরপরে বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সংগ্রামী সফল সভাপতি, নাগরপুর উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের ভরসার শেষ আশ্রয়স্থল, উদীয়মান ব্যক্তিত্ব, মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশনের সাবেক সফল সভাপতি জননেতা আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, "সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে জন্মাষ্টমী পালন করবে।
আমি নাগরপুর উপজেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোন তথা বাংলাদেশের সমগ্র হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদেরকে এই শুভ জন্মাষ্টমীর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই জন্মাষ্টমীর শুভ বার্তা আপনাদের সকলের জীবন বয়ে আনুক সমৃদ্ধি ও শান্তির ছায়া।"
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF