কৃষি শিক্ষা, গবেষণার গৌরবোজ্জ্বল ৬১ বছর পেরিয়ে ৬২ তে পা রেখেছে দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৯৬১ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়টি। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় হ্যালিপ্যাড থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিজয়-৭১ হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এসময় বাকৃবি উপাচার্য বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাকৃবি আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে যথোপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রগামী ভূমিকা পালন করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF