বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম যেই মহান ব্যক্তির হাতে তাঁকে স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে ৩ বছরের মাথায় গোটা পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা অর্জনের পরপরই দেশ গঠনে ব্যস্ত হয়ে পড়া এ মহান নেতা যদি সেদিন বেঁচে যেতেন এবং আজও জীবিত থাকতেন তাহলে কেমন হতো আজকের বাংলাদেশ? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক। পাঠকদের জন্য হুবহু তা তুলে ধরা হলো।
আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন....আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন বাংলাদেশ সোনার বাংলাই হতো। যুদ্ধবিধ্বস্ত দেশ পূর্ণগঠন করছেন তিনি। এদিকে একের পর পর বন্যা হানা দিচ্ছে দেশে। অন্যদিকে চারদিকে চোরের দল রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে। বঙ্গবন্ধু বলতেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। লুটপাট, খুন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। এদিকে ১৯৭৪ সালে আমেরিকা খাদ্যের চালান বন্ধ করে দিয়ে খাদ্য সংকটে ফেলে দেয় বাংলাদেশকে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF