দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে। এজন্য দেশটিকে দেয়া ৩০০ কোটি ডলারের ঋণ পুনর্বিবেচনার পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব।
উপরন্তু পাকিস্তানকে আরও ১০০ কোটি ডলার ঋণ দিতে পারে। শনিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা ব্লুমবার্গ এ খবর দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। এ সপ্তাহে যতটা দ্রুত সম্ভব স্টেট ব্যাংক অব পাকিস্তানের সঙ্গে আগের দেয়া ওই ঋণ নবায়ন ছাড়াও আরও আর্থিক সহযোগিতা দেয়ার কথা বিবেচনা করছে সৌদি আরব। পূর্বের ঋণের বাইরেও জ্বালানি খাতে ১০ মাসের জন্য প্রতি মাসে ১০ কোটি ডলার করে দেয়ার কথা বিবেচনা করছে সৌদি আরব। এটা হবে বাড়তি ঋণ। এ বিষয়ে দুই দিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এই পরিকল্পনা যখন সরকারিভাবে পাকাপাকি হবে তখন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পূর্বশর্ত ৪০০ কোটি ডলারের অর্থের ফারাক পূরণ হবে। এর ফলে আইএমএফের ঋণ কার্যক্রম পুনরুজ্জীবন পাওয়ার পথ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF