সম্প্রতি ইউটিউবে শর্টস ভিডিওর সুবিধা এনেছে জনপ্রিয় টেক জায়ান্ট গুগল। ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ দিতে ‘এডিট ইনটু আ শর্ট’ টুল চালু করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এর মাধ্যমে ইউটিউবে থাকা নিজেদের বড় ভিডিও থেকে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে বিনিময় করা যাবে। নতুন ভিডিও ক্লিপ, বার্তা ও ফিল্টার ব্যবহার করা যাবে শর্টস ভিডিওটিতে। নির্মাতারা চাইলে শর্টস ভিডিওতে মূল ভিডিওর লিংকও যোগ করতে পারবেন। ফলে, দর্শকেরা শর্টস দেখার পর চাইলে মূল ভিডিওটি দেখতে পাবেন। এতে ভিডিও নির্মাতাদের ভিডিও আরও বেশিসংখ্যক দর্শক দেখতে পারবেন। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘শর্টস’ চালু করে ইউটিউব।
বর্তমানে প্রতি মাসে ইউটিউব শর্টস দেখার সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়েছে।
সূত্র: দ্য ভার্জ, রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF