স্পেনের ভ্যালেন্সিয়ার কাছে একটি সংগীত উৎসবের মঞ্চ ধসে ১৮ জন হতাহত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৭ জন।
শনিবার (১৩ আগস্ট) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভ্যালেন্সিয়ার কাছে কুলেরা শহরের মেডুসা ফেস্টিভ্যালে এই বিপর্যয়কর ঘটনা ঘটে। তীব্র বাতাসের কারণে কারণে এমন পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার পর ভোরে আয়োজন স্থগিতের ঘোষণা দেয় উৎসবটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে দেয়া পোস্টে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ আগস্ট প্রথম প্রহরে প্রতিকূল আবহাওয়ার কারণে এবং মেডুসা ফেস্টিভ্যালে জড়ো হওয়া কর্মী ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উৎসব আপাতত স্থগিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF