গুণগত মান নিয়ে সমস্যা থাকার কারণে জনসন অ্যান্ড জনসনের একটি কারখানায় উৎপাদিত প্রায় সাড়ে ১৩ কোটি ডোজ করোনা টিকা ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এবিসি নিউজ জানায়, এসব টিকা ২০২১ সালের আগস্ট থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে উৎপাদিত হয়েছে। তবে মান নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এসব টিকা।
এর আগে, একই কারখানায় তৈরি ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডোজ টিকাতেও সমস্যা দেখা দিয়েছিল। এ বছরের মে মাসে মার্কিন সংসদের এক প্রতিবেদন থেকে জানা যায়, জনসন অ্যান্ড জনসন কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পণ্যের মান নিয়ন্ত্রণের সমস্যাকে আড়ালের চেষ্টা করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, এসব টিকা বাজারে প্রবেশ করেনি। এছাড়াও যে কারখানায় এ সমস্যা দেখা দিয়েছে, তাদের সঙ্গে করোনা টিকা উৎপাদন চুক্তি বাতিল করবে জনসন অ্যান্ড জনসন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.