বহু নাটকীয়তা ও চাপের পর অবশেষে শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি পেয়েছে চীনা নৌবাহিনীর জাহাজ ইউয়ান উয়াং-৫। শুক্রবার (১২ আগস্ট) এ অনুমতি দেয় কলম্বো সরকার।
ভারতের আশঙ্কা, জাহাজটি তাদের সামরিক খাতের ওপর নজরদারি করতে পারে। দেশটি এ কারণে শ্রীলঙ্কাকে ইউয়ান উয়াং-৫ জাহাজটি ভেড়ার অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছিল। আন্তর্জাতিক জাহাজ বিষয়ক সাইটের তথ্য মতে, ইউয়ান উয়াং-৫ একটি গবেষণা এবং জরিপের জাহাজ। তবে ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, নয়াদিল্লির সন্দেহ, এর মাধ্যমে ভারত মহাসাগরে মহড়া দেয়ার পাশাপাশি শ্রীলঙ্কায় প্রভাব বাড়াতে চায় বেইজিং। চীন সরকার পরিচালিত শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে প্রাথমিকভাবে ১১ আগস্ট জাহাজটি নোঙর করার কথা ছিল। ভারতের আপত্তির মুখে তা স্থগিত করা হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বো চীনা জাহাজটির নোঙর করার অনুমতি নবায়ন করেছে। এর আগে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার আগের দিন ১২ জুলাই এ অনুমতি দেয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF