চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণ পরিবারে এসেছে নতুন আরক সদস্য।আজ (২ ফেব্রুয়ারি) বুধবার হরিণ শাবকটির জন্ম হয়। বর্তমানে মা হরিণ এবং শাবকটি সুস্থ আছে। আজ (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
তারা বলছে, চিত্রা প্রজাতির হরিণ বাংলাদেশের সুন্দরবন এবং বিভিন্ন চিড়িয়াখানায় পাওয়া যায়। এটির গর্ভধারণকাল প্রায় মাস। একটি শাবক প্রাপ্ত বয়স্ক হয় আড়াই থেকে তিন বছরে। আর দুধ পান করে ছয় মাস পর্যন্ত।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, বুধবার চিত্রা হরিণ পরিবারে নতুন শাবক জন্ম নিয়েছে। বর্তমানে চিড়িয়াখানায় মোট ২৮টি চিত্রা হরিণ ছাড়াও সাম্বার প্রজাতির ছয়টি এবং মায়া হরিণ রয়েছে চারটি। এছাড়া চিড়িয়াখানায় ৬৬টি প্রজাতির ৬২০টি পশুপাখি আছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF