মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।গত (৮ আগস্ট) সোমবার মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের মুক্তিনগর নয়াবস্তি এলাকার শেরপুর মাছ বাজার থেকে ১ কেজি গাঁজা সহ মাদক কারবারি রইছ আলী ওরফে জামাল মিয়া (৬২)কে আটক করা হয়। আরেকটি অভিযানে শ্রীমঙ্গল থানার সিন্ধুরখান ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি মো: সাজু মিয়া (২৫) কে আটক করে ডিবি পুলিশ।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার দুটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ বুধবার সকালে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF