মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভূক্ত ৫ আসামি গ্রেফতার হয়েছে।গতকাল (২ আগস্ট) মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলার জুড়ী থানার এসআই এসআই সিরাজুল ইসলাম, এএসআই মনিরুল ইসলাম, এএসআই মহিউদ্দিন ভুঁইয়া সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলায় পরোয়ানাভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো: আনোয়ার হোসেন, মো: আব্দুস সালাম, আসুক মিয়া, শাহিজ আহমেদ ও মাহতাব উদ্দিন।জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানার পৃথক অভিযানে জিআর ও সিআর মামলায় পরোয়ানাভূক্ত ৫ আসামি গ্রেফাতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF