প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ
যশোরে পাঁচটি গাঁজা গাছ সহ আটক মিরাজ

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে মোঃমিরাজ মোল্লা(৪০)নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক মোঃমিরাজ মোল্লা নামে এক ব্যক্তির বসতবাড়ির পিছনের কলাবাগান থেকে সাড়ে আট কেজির ওজনের ৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয় । গতকাল (১ আগস্ট) সোমবার দিবাগত রাত ১টার সময় ইউনিয়নের সোনাতলা মুন্সি পাড়া থেকে তাকে আটক করে সোনাতলা অস্থায়ী ফাঁড়ির পুলিশ। গ্রেফতারকৃত আসামি সোনাতলার মৃত মকছেদ মোল্লার ছেলে।
সোনাতলা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এস আই) মোঃনাসিম উদ্দিন জানান,আমি এবং সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) সোহাগ সরদার সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১ আগস্ট) সোমবার আনুমানিক রাত ১টার দিকে ৫টি গাঁজা গাছসহ মো.মিরাজ মোল্লা(৪০)নামে এক ব্যক্তিকে আটক করি। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান বলেন, ‘মঙ্গলবার দুপুরে সোনাতলা পুলিশ ক্যাম্প পাঁচটি গাঁজার গাছসহ মিরাজ মোল্যা নামে এক মাদক বিক্রেতাকে অভয়নগর থানায় সোপর্দ করেছে। আটক মিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.