নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া(৭১)রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় হাজারো জনতার ঢল নামে।আজ (১ আগস্ট) সোমবার বাদ আসর রায়পুরা থানা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রতিদান ও জানাজা শেষে পৌর এলাকার থানা হাঁটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, মরহুমের ছেলে ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সুলাইমান মিয়া, রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, রায়পুরা পৌর সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান,কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফজলুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযুদ্ধা আব্দুল হাই মাষ্টার,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি,পলাশতলী ইউপি সাবেক চেয়ারম্যান কাজী নুরু প্রমুখ।
তার পুত্র কর্মরত বাংলাদেশ নৌ-পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সুলাইমান মিয়া জানান,তার পিতা (আজ)সোমবার সকালে ঢাকায় পুলিশ লাইন হাসপাতালে হৃদ রোগ জনিত কারণে সকাল সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেন। পরে নিহতের নিজ গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার পৌর এলাকার থানা হাঁটি নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তিনি স্ত্রী ও ২পুত্র ২ কন্যা রেখে গেছেন।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া মুক্তিযোদ্ধের পাশাপাশি ইদানীং মাদরাসা মসজিদসহ বিভিন্ন সমাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে মানুষের আস্তা অর্জন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF