প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২২, ১১:১৭ অপরাহ্ণ
পাবনায় বজ্রপাতে ২ কৃষক নিহত
বজ্রপাতে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির গ্রামের ২ কৃষকের মৃত্যু হয়েছে। আজ (৩১ জুলাই) রবিবার দুপুর তিনটার দিকে ছাইকোলা বিলে পাট কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত শওকত আলী মাস্টারের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)।
ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান জানান, একই গ্রামের ওই দুইজন কৃষক মাঠে পাট কাটছিলেন। এরমধ্যে দুপুরে আকাশে মেঘ জমে বজ্রবৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। প্রচন্ড শব্দে বজ্রপাত হলে এ সময় দুজন কৃষকই ঘটনাস্থলে মারা যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঠে পাট কাটার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF