মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব উপলক্ষে পরিবেশিত হয়েছে কলকাতার অভিনেত্রী নেন্সি রায়ের পরিবেশনায় একক নাটক অপরাজিতা।গতকাল (২৮ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মহসিন অডিটোরিয়াম ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব শুরুতে শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন এর পরিবেশনায় নৃত্যনাট্য ‘জয় বাংলা’ মঞ্চায়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
এর পর মঞ্চে কলকাতার স্বপ্নসূচনার পরিবেশনায় একক নাটক ‘অপরাজিতা’ মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেন নীতিশ সেন এবং নির্দেশনায় নাটকের অভিনেত্রী ন্যান্সি রায় নিজেই।
শ্রীমঙ্গল থিয়েটারের আহবায়ক আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থিয়েটারের সদস্যসচিব কামরুল হাসান দুলনের সঞ্চালনায় মৈত্রী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কবি নৃপেন্দ্র লাল দাশ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু প্রমুখ।
অনুষ্ঠান সমাপ্ত লগ্নে প্রধান ও বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া প্রধান অতিথির হাত থেকে নৃত্যাঙ্গন এর পরিচালক সাজু দেব এবং ‘অপরাজিতা’ নাটকের ন্যান্সি রায় ও বাবুল দেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.