চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর গ্যাং এর উৎপত্তি ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের দোকানিদেরকে অকারণে কোনো আড্ডা যাতে না হয় সেজন্য সতর্ক করে দেওয়া হয়।
গতকাল (২৮ জুলাই) বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান,উপজেলার পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়, শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ইভটিজিং প্রতিরোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এবং উন্নত জাতি গঠনে এর বিকল্প নেই বলেও তিনি জানান। এ ধরণের অভিযান পরিচালনার করায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানান। এলাকাবাসীও এ অভিযানে বেশ সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং ইভটিজিং সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF