মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃ গোষ্টীর জীবনমান উন্নয়নে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।গতকাল (২৪ জুলাই) রবিবার ক্ষুদ্র- নৃগোষ্টীর যুবকদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
এসময় হরিণছড়া চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের হরিণছড়া যুব ক্লাবকে দুইটি ফুটবল উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন হরিণছড়া চা বাগানের গারো সম্প্রদায় পক্ষে গ্রহণ করেন- পার্থ হাজং সহকারী মাতব্বর ও সম্পাদক সবুজ তজু ( সবুজ মামা), খাসি কাউন্সিলের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পঃতমী, ১ নং আসলাম নাহার পুঞ্জি হেডম্যান বাবু তংপেয়ার, শ্রীমঙ্গল উপজেলার সকল ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সম্প্রদায়ের সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ ও সাজু মারছিংয়ান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF